কটকা ট্রাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস আজ
আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হচ্ছে। ২০০৪ সালের এই দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সুন্দরবনের কটকা এলাকায় সফরের সময় সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদাত বরণ করেন।
এ দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের যে ৯ জন শিক্ষার্থী শাহাদাত বরণ করেন, তারা হলেন – আরনাজ রিফাত রুপা, মো. মাহমুদুদুর রহমান মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মো. কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মো. আশরাফুজ্জামান এবং মো. তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দুই শিক্ষার্থী সামিউল ও শাকিলও এ দুর্ঘটনায় প্রাণ হারান।
এই মর্মান্তিক দুর্ঘটনার স্মরণে প্রতিবছর ১৩ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হয়ে আসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা দিনটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে থাকেন, যার মধ্যে শোক র্যালি, দোয়া মাহফিল ও স্মরণসভা অন্তর্ভুক্ত থাকে।
এই দিনটি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র এক শোকাবহ স্মৃতির দিন নয়, বরং এটি তাদের জন্য একটি শিক্ষা ও নিরাপত্তার বার্তাও বহন করে। শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করে আসছে।