কয়রায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
খুলনার কয়রা উপজেলার আমাদি বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ১২ মার্চ সকাল ১১টায় মো: শাহিন গাজীর দোকানে ৪ হাজার টাকা ও মো: আসাদুল গাজীর দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার এবং কয়রা থানা পুলিশের একটি টিম।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্যাগস :