সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের উদ্যোগে খুলনায় মানববন্ধন
মাগুরায় শিশু আছিয়া সহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ সকাল ১১টায় সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে বিশেষ ট্রাইব্যুনাল আদালত গঠন করে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। “ভিকটিম মারা যাক বা না যাক” – বিদ্যমান আইন সংশোধন করে মামলার দোষীদের মৃত্যুদণ্ডের বিধান চালু করতে হবে। ধর্মের নামে ফেসবুকে নারীর প্রতি অসম্মানজনক বক্তব্য বন্ধের জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে।
এছাড়া, স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে আদালতের পূর্বানুমতি বাধ্যতামূলক করা, হিন্দু আইনে কন্যা সন্তানদের পৈতৃক সম্পত্তিতে অধিকার প্রদান এবং পারিবারিক আইনকে সার্বজনীন আইনে পরিণত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, আলাউদ্দিন আলী, মিনা আজিজুর রহমানসহ অসংখ্য নারী নেতৃবৃন্দ।
এ ধরনের আন্দোলন নারীর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।