জনতার নেতা মোহাম্মদ আবুল হোসেন (বিএস.সি) লটারিতে বিজয়ী
১১ মার্চ ২০২৫ ইং তারিখে জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনোনীত করার জন্য লটারি অনুষ্ঠিত হয়। উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডিলার নিয়োগের জন্য প্রতিযোগীদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়।
এই লটারির মাধ্যমে ১১ নং চরপুটিমারী ইউনিয়নের চিনারচর বাজার কেন্দ্রের জন্য ডিলার হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ আবুল হোসেন (বিএস.সি)। তিনি স্থানীয় জনগণের মধ্যে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।
উল্লেখ্য, মোহাম্মদ আবুল হোসেন (বিএস.সি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার অন্যতম সদস্য, ইসলামপুর উপজেলা কৃষকদলের সাবেক যুব-বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখার যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তারা বিজয়ী মোহাম্মদ আবুল হোসেনকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণ উপকৃত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন।