রমজান উপলক্ষ্যে বিশেষ টাস্কফোর্সের বাজার তদারকি অভিযান পরিচালিত
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খুলনার বড় বাজারে বিশেষ টাস্কফোর্সের বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) নুরুল হাই মোহাম্মদ আনাছের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান পর্যবেক্ষণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক বিভিন্ন দোকানে গিয়ে-পণ্যের দাম যাচাই করেন, নিম্নমানের পণ্য বিক্রি হচ্ছে কিনা তা পরীক্ষা করেন, ব্যবসায়ীদের ক্রয়কৃত মালামালের রশিদ পর্যবেক্ষণ করেন, প্রতিদিনের বাজার মূল্য তালিকা হালনাগাদ আছে কিনা তা নিশ্চিত করেন।
তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে হবে এবং নিম্নমানের পণ্য বিক্রি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাজার কমিটির নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা।
জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ বিশেষ তদারকি অভিযানের লক্ষ্য ছিল-নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, ভোক্তাদের স্বার্থ রক্ষা করা এবং বাজারে পণ্যের গুণগত মান নিশ্চিত করা।
রমজান মাসজুড়ে বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।