অটোরিকশায় নারীকে হেনস্তা, অবশেষে গ্রেফতার
রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশায় এক নারীকে হেনস্তা করা মো. রানাকে (৪২) নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাকে আটক করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে অটোরিকশায় বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এক নারীকে হেনস্তা করেন রানা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তাকে আটকের দাবি ওঠে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রানা নওগাঁয় অবস্থান করছে। এরপর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন,
“রানাকে নওগাঁ থেকে আটক করে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”