বাগেরহাটে শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় বাগেরহাট সোসাইটি এবং লিটিল বার্ড কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিশুরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিন মুখার্জি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম রবি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংবাদিক ইয়ামিন আলী ও ফারুকুজ্জামান বাপ্পি প্রমুখ।
বক্তারা দ্রুত শিশু আছিয়া ধর্ষণ মামলায় জড়িত সকল অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তৃতা শেষে কোমলমতি শিশুরা ‘ধর্ষণকারীর ফাঁসি চাই’ স্লোগানে গোটা প্রেসক্লাব এলাকা প্রকম্পিত করে তোলে।