মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল
যশোরের অভয়নগরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে নওয়াপাড়া রেলস্টেশন বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান জনি এবং পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জহির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৫ মার্চ বিকালে নওয়াপাড়া কাঁচাবাজারে সন্ত্রাসী হামলায় যুবনেতা ইনাম গাজী আহত হন। এ ঘটনার পর ৯ মার্চ ইনাম গাজী বাদী হয়ে নওয়াপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আক্তার কুরাইশি পাপ্পু, পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন বাবু, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুমন সরদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল বিশ্বাস, কবীর, তপুসহ ১০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন।
এই মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির একাংশ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল ও পথসভায় নেতারা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।