বদলি আদেশ হলেও খুঁটি গেড়ে বসেছেন জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী শহিদুল
সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বদলির আদেশের পরেও বহাল তবিয়তে থাকার অভিযোগ উঠেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৭ ফেব্রুয়ারি উপসচিব আশফিকুন নাহারের সাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কুষ্টিয়া জেলায় বদলি করা হয়, কিন্তু শহিদুল ইসলাম তার বদলি আদেশের পরও সাতক্ষীরা জেলা অফিসে দাম্ভিকভাবে অবস্থান করছেন।
অভিযোগ রয়েছে যে, সাতক্ষীরায় সুপেয় পানি প্রকল্পের নামে শহিদুল ইসলাম চার বছরে শতকোটি টাকা আত্মসাৎ করেছেন এবং বিভিন্ন জায়গায় অঢেল সম্পদ গড়েছেন। যশোরের নিউমার্কেট সংলগ্ন এলাকায় তার রয়েছে ৫ তলা বিশিষ্ট বাড়ি এবং গোপালগঞ্জের কাশিয়ানি এলাকায় বিলাসবহুল বাড়ি সহ মূল্যবান সম্পত্তি। এছাড়া, যশোরে তার ৮-১০টি জমির প্লট রয়েছে।
বদলি আদেশের পরেও শহিদুল ইসলাম নানা অজুহাত তুলে একই অফিসে অবস্থান করছেন, এমন অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে প্রায় দুইশ কোটি টাকার টেন্ডার নয়-ছয় করার অভিযোগ এবং নানা অনিয়ম-দুর্নীতির সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের প্রমাণাদি এবং বদলি আদেশের নথি তিনি গায়েব করে দিয়েছেন বলে জানা যায়।
এদিকে, অনেকেই প্রশ্ন তুলছেন, বদলি আদেশ হলেও শহিদুল ইসলাম এত দিন ধরে একই কর্মস্থলে থাকার কারণ কী? তার খুঁটি কোথায়, যে কারণে তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না?