উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ মার্চ ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, কালাই প্রেসক্লাবের সভাপতি এটিএম সেলিম সরোয়ার, প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক উপজেলা প্রতিনিধি তামিম সরকার, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, সাংবাদিক সামিউল ইসলাম সায়েম ও মনসুর রহমান, পুনট ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদুল হক সহ আরো অনেকে।
এই সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ বন্ধের বিষয়ে আলোচনা করা হয় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদে হাটবাজার ও মার্কেটে কেনাকাটা করার পরিবেশ নিশ্চিত করার জন্যও আলোচনা হয়। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয়েও ব্যাপক আলোচনা করা হয়েছে।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন, “আমরা সকলের সহযোগিতা নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই।” পরে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সভার শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ ২০২৫ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনোয়ারুল হাসান, জেলা বিএনপি’র সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান, জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা প্রমুখ।
এ সময় সরকারি বিভিন্ন শাখার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার পরবর্তীতে ২৬ মার্চ ২০২৫ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং জাঁকজমকভাবে পালনের আহ্বান জানান।