জামালপুরে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জামালপুরে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে আধা ঘণ্টা ধরে জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির ভবনের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান, আইনজীবী মো. আনিছুজ্জামান, নজরুল ইসলাম, ফজলুল হক, মঞ্জুর কাদের প্রমুখ। মানববন্ধনে আইনজীবী ও তাঁদের সহকারীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “আইনজীবীরা স্বাধীন বিচারব্যবস্থার পক্ষে। তাঁরা সবসময় ধর্ষণকারীর বিপক্ষে এবং ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি কামনা করেন। কিন্তু সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কতিপয় ছাত্র পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে আইনজীবীদের ওপর হামলা চালান। ৫০ বছরের মধ্যে এই আদালত অঙ্গনে কেউ এ ধরনের অরাজকতা করতে পারেননি।”
বক্তারা আরও বলেন, “আবারও যদি আদালত অঙ্গনে এ ধরনের ধৃষ্টতা দেখানোর চেষ্টা করা হয়, তাহলে এখান থেকে বের হয়ে যেতে পারবেন না। যদি কেউ আইনজীবীদের ওপর হামলা করার চেষ্টা করেন, তবে শক্ত হাতে ওই সব সন্ত্রাসীকে প্রতিহত করা হবে।”
তারা বলেন, “আদালত প্রাঙ্গণে বহিরাগতদের মিছিল-মিটিং করতে দেওয়া হবে না। কেউ গেট দিয়ে ঢোকার চেষ্টা করলে, তাঁদের আইনজীবী ও তাঁদের সহকারীরা জীবন দিয়ে হলেও প্রতিহত করবেন।”
এছাড়া, আইনজীবীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
উল্লেখ্য, ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবেন না এবং অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে সোমবার এক আইনজীবীর সঙ্গে ছাত্র-জনতার বাকবিতণ্ডা হয়। পরে ২০ থেকে ৩০ জন ছাত্র আদালত প্রাঙ্গণে ‘সচেতন ছাত্র–জনতা’ ব্যানারে বিক্ষোভ শুরু করলে এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন আইনজীবীসহ দুপক্ষের অন্তত আটজন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।