খুলনার খালিশপুরে ইজিবাইক ছিনতাই, চালককে গলাকেটে হত্যার চেষ্টা
খুলনার খালিশপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে নগরীর খালিশপুর হাউজিং এলাকার হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা গলির পুরাতন স্কুলের ভেতরে এ ঘটনা ঘটে। চালকের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে আসলে দুর্বৃত্তরা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় চালক মোঃ জাহাঙ্গীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে মশিউর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
খালিশপুর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, সোমবার রাত সোয়া ১০টার দিকে চার ব্যক্তি সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ঘণ্টা চুক্তিতে জাহাঙ্গীরের ইজিবাইক ভাড়া করে। রাত পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা খালিশপুর হাউজিং তিনতলা এলাকার হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার গলির ভেতর পুরাতন স্কুলের নির্জন স্থানে চালককে থামতে বলে। এরপর তারা চালক জাহাঙ্গীরকে জাপটে ধরে রাস্তার পাশে ফেলে গলায় ছুরি চালায়।
এ সময় চালক চিৎকার ও গোঙাতে থাকলে স্থানীয়রা বের হয়ে আসেন। পরিস্থিতি দেখে তিনজন ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। তবে স্থানীয়রা মশিউর রহমান সাগর নামে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ওসি আরও জানান, পলাতক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আহত ইজিবাইক চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
আহত ইজিবাইক চালক জাহাঙ্গীর দিঘলিয়া উপজেলার ফরমেশ খানা এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে। আটক মশিউর খালিশপুর থানা এলাকার আফজালের মোড়ের রুস্তম আলীর ছেলে।