মাধবপুরের নোয়াপাড়ায় শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে শিশু আছিয়া সহ সারা দেশে চলমান ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নোয়াপাড়া-মাধবপুর উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল শুরু হয় নোয়াপাড়া রেলস্টেশন থেকে, যা নোয়াপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল।
এছাড়াও, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা ছিলেন মাধবপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা সৈয়দ মাহাদি হাসান, তামিম মিয়া, রায়হান আহমেদ সম্রাট, সাইফুল ইসলাম তালুকদার, মোছাঃ বর্ষা সহ আরও অনেকে।
বক্তারা বিভিন্ন স্লোগান দেন, “তুমি কে, আমি কে আছিয়া, আছিয়া” এবং ধর্ষকদের দ্রুত প্রকাশ্যে পাথর মেরে শাস্তি দেওয়ার দাবি জানান।
ট্যাগস :