বাগেরহাটে র্যালী, আলোচনা সভার মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি ও প্রাণ রক্ষা এবং ক্ষয়ক্ষতির প্রতিরোধের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে র্যালী, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস কর্মীদের অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
১০ মার্চ, সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিকান্ড সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। অনুষ্ঠানে অন্যান্য বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির, জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম, ছায়েদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরাজ্জামান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, রেড ক্রিসেন্টের প্রতিনিধি প্রমুখ।
এছাড়া, উক্ত আলোচনা সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউট এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।