রামপালে ইতালি প্রবাসী বাবুল গাজীর বিরুদ্ধে অপপ্রচার; থানায় পিতার জিডি
বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের ইতালি প্রবাসী ছেলে বাবুল গাজীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাবুল গাজীর পিতা আমজেদ গাজী তার ছেলের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি চিন্তা করে রামপাল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী নম্বর-২৭৫, তারিখ ০৬-০৩-২০২৫।
এ বিষয়ে সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইতালিতে চাকরি করে আসা আমজাদ গাজী ৫ মার্চ ২০২৫ তারিখে দেখতে পান যে, অজ্ঞাতনামা ফেসবুক আইডি “CNG NEWS” (http://www.facebook.com/share/p/5TBa7yVAp) মাধ্যমে বাবুল গাজীর বিরুদ্ধে একাধিক অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হয়েছে। এসব পোস্টে তার ছেলের সুনাম নষ্ট করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আমজাদ গাজী।
বাবুল গাজীর পিতা আমজাদ গাজী জানান, একাধিকবার আইডি মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, যোগাযোগ করা সম্ভব হয়নি। এতে তিনি তার ছেলের নিরাপত্তা নিয়ে চরম চিন্তিত হয়ে পড়েছেন।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, “আইডি মালিকের তথ্য ঢাকা সিআইডিতে পাঠানো হয়েছে এবং তাকে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”