রমজানে নিত্য পণ্যের বাজার মনিটরিং করলেন জামালপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার
জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র মাহে রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে সরেজমিনে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
গত সোমবার (১০ মার্চ) দুপুর ১:১৫টায় জামালপুর পৌর শহরের গেইটপাড় শফিমিয়ার বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
পরিদর্শনকালে বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান পরিদর্শনসহ চলমান বাজার দর পর্যবেক্ষণ করা হয় এবং ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করা হয়। এ সময় দোকানে ভোক্তাদের কাছ থেকে ক্রয় রশিদ যাচাই, দোকানের মূল্য তালিকা প্রদর্শনের বিষয়টি নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি, সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ের বিষয়টি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কেউ সরকার নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে বা তা প্রমাণিত হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্য এবং জামালপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।