বকশীগঞ্জে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত
সারাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিপীড়ন, অনলাইনে হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করেছে ছাত্রদল।
বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সোমবার (১০ মার্চ) দুপুরে কে.ইউ. কলেজ রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজমুল হাসান নয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সোহরভ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক মইন সরদার এবং শিক্ষার্থী সুমনা আক্তার।
সম্প্রতি মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা এবং সারাদেশে নারীদের ওপর নিপীড়ন বন্ধে সরকারি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ছাত্রদল নেতৃবৃন্দ।
মানববন্ধনে ছাত্রদল নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।