নাটোরে ব্রহ্মপুর গ্রামে ইফতার অনুষ্ঠিত
নাটোরের ঐতিহ্যবাহী বাঙ্গাল খলসী দক্ষিণ পাড়া জামে মসজিদে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ৩০ দিনব্যাপী ইফতার কর্মসূচি চলছে।
আজ ৮ মার্চ, ৭ রমজান, বিকাল ৬টার দিকে মালয়েশিয়া প্রবাসী সুজন প্রামাণিক ও তার পরিবারের উদ্যোগে নাটোর সদর উপজেলার ১ নং ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গাল খলসী গ্রামের খলসী দক্ষিণপাড়া জামে মসজিদে ইফতার প্রদান করা হয়েছে। এ কর্মসূচিতে ৫০০ জন রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়।
এ আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গ্রামবাসীরা জানান, “বিগত প্রায় ৪০ বছর ধরে রমজান মাসে আমরা এই ইফতার আয়োজন চালিয়ে আসছি। প্রতি পরিবার থেকে ৩০ দিনে একদিন ইফতার প্রদান করা হয়।”
তারা ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার দাবি জানান।
ট্যাগস :