বাগেরহাটে ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে বাগেরহাটে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরায় ৮ বছরের এক শিশু ধর্ষণের ঘটনাসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ঘটতে থাকা এ ধরনের অপরাধের প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ এই কর্মসূচি আয়োজন করেন।
রবিবার (০৯ মার্চ) রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয় এবং সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘বিচারহীনতার সংস্কৃতি মানি না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিয়ে পুরো শহরকে মুখরিত করে তোলেন।
সমাবেশে বক্তারা বলেন, “গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমাদের দাবি, যারা এই ঘৃণ্য অপরাধে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও বলেন, “দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাইসহ নানা অপরাধের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই।”
এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে বক্তারা এ ধরনের আন্দোলন আরও বৃহৎ পরিসরে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।