লাখাইয়ে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিপণন, জনস্বাস্থ্য ঝুঁকিতে
লাখাইয়ের বিভিন্ন হাটবাজারে খোলা অবস্থায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী, বিশেষ করে ইফতার সামগ্রী বিক্রি করা হচ্ছে। পবিত্র মাহে রমজান শুরু হওয়ার পর থেকেই উপজেলার হাটবাজারগুলোতে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর তৈরি ইফতার সামগ্রী বাজারের চৌরাস্তায়, হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে এবং জনবহুল এলাকায় খোলা অবস্থায় বিক্রি হচ্ছে। যদিও ইফতার সামগ্রী ঢেকে বিক্রি করার নিয়ম রয়েছে, কিন্তু অনেক ব্যবসায়ী তা মানছেন না।
উপজেলার বিভিন্ন বাজার, যেমন বুল্লাবাজার, কালাউক সড়ক বাজার, বামৈ বড়বাজার, এবং মোড়াকরি বাজারসহ অন্যান্য বাজার ঘুরে দেখা গেছে, জিলাপি, মিহিদানা, গুগনী, আলুরচপ, বেগুনি, শরবতসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বাজারের চৌরাস্তায়, প্রবেশ পথে, মিষ্টির দোকানের সামনে খোলা অবস্থায় সাজানো রয়েছে। দুপুর বেলা থেকে এসব খাদ্য সামগ্রী খোলা অবস্থায় রাখা হলে ধুলোবালি জমে। ফলে এই ধূলোময়লা মিশানো ইফতার সামগ্রী কিনে খাওয়ার ফলে রোজাদাররা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন।
তবে লাখাইয়ে এমন অবস্থা চলতে থাকলেও সংশ্লিষ্ট প্রশাসন নির্বিকার। এ বিষয়ে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম জানান, “আমি বাজারগুলোতে গিয়ে দোকানদারদের সতর্ক করে আসছি। কিন্তু যতক্ষণ আমি সেই বাজারে থাকি, ততক্ষণ খাদ্য সামগ্রী ঢেকে রাখা হয়, এরপর আবার আগের অবস্থায় ফিরে যায়।” তিনি আরও বলেন, “এ ধরনের অবস্থা বন্ধ করতে হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো ছাড়া অন্য কোন গত্যন্তর নেই। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সাথে যোগাযোগ করে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর ব্যবস্থা নিচ্ছি।”