লাখাই করাব গ্রামে সরকারি রাস্তা দখল করে আলিশান গৃহ নির্মাণ, প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের
লাখাই উপজেলার করাব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করাব গ্রামে সরকারী রাস্তা দখল করে একটি আলিশান গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউপি সদস্য জামাল মিয়া একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন। অভিযোগে জানা গেছে, করাব গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত আলী হোসেনের ছেলে অন্তর আলী বিগত ৬-৭ বছর আগে এই রাস্তা দখল করে গৃহ নির্মাণ শুরু করেন।
অন্তর আলী, স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক ইউপি সদস্যের ছত্রছায়ায় এই কাজ করেন, যার ফলে ২ নম্বর ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ এলাকার জনসাধারণের চলাচলের রাস্তা দখল হয়ে যায়। অভিযোগ অনুযায়ী, অন্তর আলী পশ্চিম দিকে সরকারী রাস্তার পুরো অংশ বন্ধ করে আলিশান গৃহ নির্মাণ করছেন, এবং পূর্ব দিকেও রাস্তা সংকীর্ণ করে দেওয়া হয়েছে। এতে জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে।
সরেজমিনে পরিদর্শন করার সময় দেখা গেছে, এই রাস্তার দুই পাশে বেশ কিছু গৃহ নির্মাণের ফলে রাস্তাটি সরু হয়ে গেছে এবং অনেকাংশে বন্ধ হয়ে পড়েছে। অন্তর আলীর ছেলে সিরাজুল ইসলাম ভিডিও সাক্ষাৎকারে দাবি করেছেন, “আমরা রাস্তা দখল করে গৃহ নির্মাণ করেছি, তবে জনসাধারণকে আমাদের বাড়ির উপর দিয়ে চলাচলের ক্ষেত্রে বাধা দিইনি।” তবে এলাকাবাসীর দাবি, এই রাস্তা সরকারি ম্যাপে অন্তর্ভুক্ত এবং তার দখলে থাকাটা বেআইনি।
এলাকার একাধিক বাসিন্দা, যেমন বাবুল মিয়া, জবেদ আলী, এবং অন্যান্যরা জানিয়েছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদের বাড়ির পূর্ব পাশে আরসিসি ঢালাই রাস্তা থেকে শুরু করে, অন্তর আলীর গৃহ নির্মাণের কারণে ৩০ নম্বর করাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তাটি অবৈধভাবে দখল হয়ে গেছে, ফলে রাস্তা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে পড়েছে।
এলাকাবাসী দাবি করেছেন, যদি এই রাস্তা পুনরুদ্ধার না করা হয়, তবে তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হবে। তারা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং জরুরী ভিত্তিতে রাস্তা পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস বলেন, “বিষয়টি তদন্ত করা হবে এবং যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তবে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।”