মৎস্য ও প্রাণী সম্পদ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: উপদেষ্টা ফরিদা আখতার
মৎস্য ও প্রাণী সম্পদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব, এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘‘যদি আমরা এই সম্পদকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি, তবে একদিকে আমাদের দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে এটি বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
আজ দুপুরে খুলনার গল্লামারী মৎস্য বীজ উপাদন খামারে প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে প্রণীত প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় ডেইরি পিজি খামারিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডা. নুরুল্লাহ মো. আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, বটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার হোসনে আরা তাম্বী, জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, এলডিডিপি এর উপপরিচালক ডা. হিরনায় বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদা আখতার বটিয়াঘাটা উপজেলার ডেইরি পিজি খামারিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এই কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে পরিচালিত হচ্ছে এবং এর আওতায় সারাদেশে ৪,৩৯২ জন ডেইরি প্রডিউসার গ্রুপের মাধ্যমে মোট ১,৭৫,৬৮০ জন খামারির মাঝে উপকরণ বিতরণ করা হবে।
এ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের মৎস্য ও প্রাণী সম্পদ খাত আরও শক্তিশালী হবে এবং কৃষকরা আরও উন্নত উপকরণের মাধ্যমে তাদের কাজ করতে পারবেন।