জামালপুরে ২ ইট ভাটা বন্ধ ঘোষণা
জামালপুরের মেলান্দহে পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সুকুমার সাহা ও মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসনিম জাহানের নেতৃত্বে উপজেলার দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় বিসমিল্লাহ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা এবং নাংলা ইউনিয়নের চাড়াইলদার এলাকায় অবস্থিত ইএলটি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানাসহ উভয় ইটভাটাকে বন্ধ ঘোষণা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন জামালপুর সেনা ক্যাম্পের ২৬ বীর ইউনিটের সার্জেন্ট শাহাদাতের নেতৃত্বে ১০ জন সেনা সদস্য ও মেলান্দহ থানা পুলিশ।
প্রশাসনের এমন পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।