চিরিরবন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটা সিলগালা
৯ মার্চ রবিবার দুপুর ২ টায়, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের মধুহাড়ি নামক স্থানে “আর এ” ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকায় অভিযান পরিচালিত হয়। মহামান্য হাইকোর্টের আদেশের আলোকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভেকু দিয়ে ভাটার চুলা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি ঢেলে ভাটা নিভিয়ে দেওয়া হয়।
ইটভাটার মালিক, সেনাবাহিনীর সদস্য তপন রায় জানান, ইটভাটার লাইসেন্স থাকলেও শুধুমাত্র পরিবেশ অধিদপ্তরের সনদ নবায়ন না করায় প্রশাসন ভাটাটি ভেঙে দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা অভিযোগ করেন যে, আওয়ামী লীগ নেতাদের অবৈধ ইটভাটাগুলো অক্ষত রেখে শুধুমাত্র নবায়ন না থাকার অজুহাতে এই ইটভাটাটি ভেঙে ফেলা হয়েছে। তাদের মতে, যেসব ইটভাটার কোনো অনুমোদনই নেই, সেগুলো ভাঙার ক্ষেত্রে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, অন্যথায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠবে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া বলেন, “পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটাটি ভেঙে ফেলা হয়েছে এবং চুলা নিভিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা বলেন, “মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ইটভাটাটি ভেঙে বন্ধ ও সিলগালা করা হয়েছে।”