নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৮ মার্চ, ২০২৫, শনিবার বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়। দুপুরে সরকারি পাইলট স্কুল ও কলেজের শ্রেণীকক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়, যা পরিচালনা করেছিল ইনোভেশন অ্যাকশন রিওয়ার্ড অ্যাসেট (ইয়ারা) এবং নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)।
দিবসটি উপলক্ষে কন্যাশিশু এবং কিশোরীদের জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়া, আলোচনা সভা ও শোভাযাত্রাও বের করা হয়। মোট ৮৭ জন শিশু কিশোরী ও তাদের অভিভাবক নারীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)’র প্রশিক্ষক এবং ইনোভেশন অ্যাকশন রিওয়ার্ড অ্যাসেট (ইয়ারা)’র প্রতিষ্ঠাতা সায়মা রহমান তুলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাফার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউর রহমান তোতা, সহকারী প্রশিক্ষক ও ইয়ারার সদস্য মার্শাল আর্ট প্র্যাকটিশনার রাফসান হীরা, নাফার পরিচালক এবং ইয়ারার উপদেষ্টা লতিফা রহমান লতা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মার্জনা, সানজিদা শিবলী, সুমাইয়া, জান্নাতুল, সিথি, পল্লবী, মাহিয়া, দিয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিশু কিশোরী।
এ আয়োজনের মাধ্যমে নারীদের অধিকার, সমতা এবং empowerment বিষয়ে সচেতনতা বাড়ানো এবং নারী ও শিশুর প্রতি সহানুভূতি ও সহায়তা প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।