ঢাকা জেলার দোহার উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস, ২০২৫ উপলক্ষ্যে শনিবার, ৮ মার্চ, পূর্ব লটাখোলার নতুন বাজারে এক বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নারীদের অধিকার, সমতা এবং ক্ষমতায়নের বিষয়টি সামনে রেখে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের কেন্দ্রীয় সদস্য শামীমা রাহিম শিলা। বিশেষ অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপিকা এবং দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা নাসরিন খানম আলফা।
অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন, যারা নিজেদের অবদান রেখে সমাজে নারীদের উন্নয়নে ভূমিকা পালন করে চলেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সদস্যরা হলেন সহ-সভানেত্রী বিউটি আক্তার, সাধারণ সম্পাদক অনিকা ইয়াছমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক তানিশা ইসলাম নিলা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শারমিন উদ্দীন এবং সংগঠনের সদস্য শোরাইয়া তাছনিম।
বক্তারা বলেন, নারীরা আজকের সমাজে শুধুমাত্র সংসারের কাজ সম্পন্ন করে না, বরং পুরুষের পাশাপাশি নানা উন্নয়নমূলক কাজেও তাদের অবদান রয়েছে। তারা আরও বলেন, নারীরা নানা আন্দোলন ও সংগ্রামে প্রেরণা ও শক্তি জুগিয়েছে, যা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এদিনের আয়োজনে নারীদের ক্ষমতায়ন, সমতা এবং উন্নয়নে তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করার গুরুত্ব তুলে ধরা হয়।