নাটোরে ব্রহ্মপুর গ্রামে ইফতার অনুষ্ঠিত
নাটোরের ঐতিহ্যবাহী বাঙ্গাল খলসী দক্ষিণ পাড়া জামে মসজিদে জাক-জমকপূর্ণ আয়োজনে ৩০ দিনব্যাপী ইফতার কর্মসূচি চলছে।
আজ ৮ই মার্চ, ৭ রমজান, বিকেল ৬ টার দিকে মালয়েশিয়া প্রবাসী সুজন প্রামাণিক ও তার পরিবারের উদ্যোগে নাটোর সদর উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গাল খলসী গ্রামের খলসী দক্ষিণপাড়া জামে মসজিদে ইফতার প্রদান করা হয়। এই ইফতার কর্মসূচিতে ৫০০ জনের ইফতারের আয়োজন করা হয়।
এ উদ্যোগের কারণে এলাকাবাসী উচ্ছ্বসিত। গ্রামবাসীরা জানান, তারা প্রায় ৪০ বছর ধরে প্রতি বছর রমজান মাসে এমন ইফতার আয়োজন করে আসছেন। প্রতি পরিবার থেকে ৩০ দিনে একদিন তারা ইফতার প্রদান করেন। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার দাবী জানিয়ে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।
এই ধরনের আয়োজন রমজান মাসের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা সমাজে সৌহার্দ্য ও সহমর্মিতার এক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছে।