নওয়াপাড়ায় মহিলা চোর সিন্ডিকেটের তিন সদস্য আটক
যশোরের অভয়নগর নওয়াপাড়া বাজারে আজ দুপুরে নওয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে তিন মহিলা চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।
আটককৃতরা হলেন-সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাংলা (দক্ষিণ একসরা) গ্রামের আজগর শানার স্ত্রী আসমা বেগম (৫০), একই গ্রামের মো. আব্দুর রউফের স্ত্রী টুনি বেগম (৪০), মো. হাসানের স্ত্রী কনিকা বেগম।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাজার ও গণপরিবহনে চুরি করে আসছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্যাগস :