বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” শ্লোগানকে ধারণ করে বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে মোংলা উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়, যা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোংলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহানর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব, উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার জনসাধারণ।
এ সময় বক্তারা নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।