আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন: নারীদের অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার গুরুত্ব
“অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে বিভিন্ন এনজিও সংস্থা ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভাটি সঞ্চালনা করেন ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সনজিত কুমার চন্দ, সহকারী কমিশনার মোসা. মরিয়ম আক্তার এবং সুনামগঞ্জ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা বেগম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নাজনিন বেগম, সৃজন বিদ্যাপিঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সবিতা বীর, নারী উদ্যোক্তা রুমানী আক্তার এবং সহকারী শিক্ষক বর্ণালী দাস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “নারীদেরকে যদি অধিকার দিতে হয়, তাহলে শিক্ষার মাধ্যমে দিতে হবে। শিক্ষার আশ্রয় ছাড়া কোনো উপায় নেই। আমাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে, যাতে তারা কোনো অরুচিকর বা কুরুচিকর কাজে লিপ্ত না হয়। শিক্ষার মাধ্যমে নারী-পুরুষের সমতা অর্জন করা সম্ভব এবং এর মাধ্যমেই সমাজের সর্বস্তরে সমতা প্রতিষ্ঠিত হবে।”
আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, অধিকার ও শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং নারীদের উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।