চিরিরবন্দরে মাদকাসক্ত দেবরের আঘাতে ভাবি আহত
দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে দেবরের মারধরের শিকার হয়ে বড়ভাবি বিলকিস বেগম আহত হয়েছেন। তিনি বর্তমানে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় বড় ভাই, স্কুল শিক্ষক মোমিনুল ইসলাম বাদি হয়ে ৬ মার্চ রাতে থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে ২৭ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর (দীঘিপাড়া) গ্রামে। মামলার এজাহারে বাদি মোমিনুল ইসলাম জানান, পিতা শাহান উদ্দিনের মৃত্যুর পর থেকেই পারিবারিক জমি-জমা নিয়ে ছোটভাই মোশারফ হোসেন তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। এতে প্রায়ই ঝগড়া-বিবাদ ও মারপিটের ঘটনা ঘটতো, যা একাধিকবার স্থানীয়ভাবে সালিশ মিমাংসা করেও সমাধান হয়নি।
মোমিনুল ইসলাম আরও জানান, ২৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টায় ছোটভাই মোশারফ হোসেন বাড়ির সামনে এসে আবারও গালিগালাজ শুরু করলে তার স্ত্রী বিলকিস বেগম প্রতিবাদ জানায়। এর পর মোশারফ হোসেন, তার স্ত্রী মোছাঃ জেসমিন বেগম ও মেয়েসহ অন্যরা বিলকিস বেগমকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। তার ছেলে মিনহাজুল ইসলাম (২০) এগিয়ে এসে মাকে রক্ষা করতে গেলে, মোশারফ হোসেন ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর করে আহত করে। পরে প্রতিবেশীদের সহায়তায় মা ও ছেলেকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে, ৬ মার্চ সন্ধ্যায় মাদকাসক্ত মোশারফ হোসেন সঙ্গীয় কয়েকজনকে নিয়ে আবারও হামলার চেষ্টা করলে, মোমিনুল ইসলাম থানায় মামলা দায়ের করেন।
এই ঘটনায়, মোশারফ হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও, তাকে বাড়ি ও বাজারে পাওয়া যায়নি। থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ওয়াদুদ বলেন, এজাহার পেয়েছি এবং প্রকৃত ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।