খুলনার বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার
খুলনার বটিয়াঘাটা থেকে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে সংবাদ পাওয়ার পর, বটিয়াঘাটা থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত কালভার্ট সংলগ্ন গাওঘরা পাকা রাস্তার উত্তর পাশ থেকে মো: হাফিজুল ইসলাম (৫০) নামের ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করে। নিহতের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুর এলাকায়। মৃত হাফিজুল ইসলামের পিতা ছিলেন খাদেমুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাফিজুল ইসলাম একজন ইজিবাইক চালক। তাকে বটিয়াঘাটা গাওঘরা সড়কের বটিয়াঘাটা কালভার্ট সংলগ্ন রাস্তার ডানপাশে, সরজিৎ রায়ের মৎস্য ঘেরের দক্ষিণ-পশ্চিম কোণে গলাকেটে হত্যা করা হয় এবং তার লাশ ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। হত্যার পর ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় অপরাধীরা।
বটিয়াঘাটা থানার ওসি তদন্ত মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নম্বর: ৩৭১। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।