কালাইয়ে পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা অধিকারের দুধহাটি পরিদর্শন
কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইফতেকার রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান যৌথভাবে ৬ই মার্চ ২০২৫ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় কালাই বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত দুধহাটি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময়, দুধে পানি মিশানোর দায়ে আর্থ-সামাজিক দিক বিবেচনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী ১ জনের কাছ থেকে ৬০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে অপর এক ব্যক্তির কাছ থেকে ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এই বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পরিদর্শন অব্যাহত থাকবে এবং স্থানীয় বাজারের নিয়মিত তদারকি করা হবে।
ট্যাগস :