রাউজানে সাংবাদিক লোকমান আনছারীর মায়ের ইন্তেকাল
রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি সাংবাদিক লোকমান আনছারীর মা তাহেরা বেগম আর নেই। তিনি বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
তাহেরা বেগম রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং হাজী নুরুল আলমের স্ত্রী ছিলেন। তিনি পাঁচ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে রাউজান প্রেসক্লাব, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও তরিক্বত ভিত্তিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তাঁরা।
ট্যাগস :