বিশম্ভরপুরে বিএনপির ইফতার মাহফিল
“পকেট কমিটি দিয়ে রাজনীতিকে কলঙ্কিত করেছেন”
বিশম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শক্তিয়ারখলা বাজারের মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশম্ভরপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মহরম আলীর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, গত ২৪ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি কর্তৃক বিশম্ভরপুর উপজেলায় যে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে, তাতে বিএনপির ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এতে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা এই কমিটিকে মেনে নেবে না। যারা কোনো আন্দোলন-সংগ্রামে জড়িত ছিলেন না, তাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
বক্তারা আরও বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে যারা রাজপথে নির্যাতন সহ্য করেছেন, তাদের কমিটিতে রাখা হয়নি। বিএনপির কঠিন সময়ে যারা জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদের বাদ দেওয়া হয়েছে। এটি বিএনপি নেতাকর্মীরা মেনে নেবে না। অতিদ্রুত এই কমিটি বাতিল করে বিএনপির প্রকৃত নেতাকর্মীদের কমিটিতে স্থান দিতে হবে। বিশম্ভরপুর উপজেলায় আহ্বায়ক কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে, তাকে উপজেলার কেউ চেনে না, কারণ তিনি এই উপজেলার নাগরিক নন।
বক্তারা অভিযোগ করেন, যাঁরা কমিটি দিয়েছেন, তাঁরা কোনো রকম যাচাই-বাছাই না করে বাণিজ্যের মাধ্যমে এই ‘পকেট কমিটি’ ঘোষণা করেছেন। বিএনপিকে কলঙ্কিত করতে কিছু সুবিধাবাদী নেতাকর্মীরা এই কমিটি দিয়েছেন। অতিদ্রুত এই আহ্বায়ক কমিটি বাতিল করে তৃণমূলের নেতাকর্মীদের সম্মিলিত নেতৃত্বে একটি সুন্দর আহ্বায়ক কমিটি গঠন করার জোর দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।
ডিএ্যব’র কেন্দ্রীয় কমিটির সদস্য শামছুল কবিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাউছার আলম।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশম্ভরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তুফাজ্জল পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুর আলম, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ রব্বানী হিমেল, উপজেলা কৃষক দল নেতা জাহাঙ্গীর পাঠান, উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন, শেখ মাফিজুল ইসলাম, জুনাব আলী, নুরুল ইসলাম তফশীলদার, নুরুল আলম, মাওলানা আমিন উদ্দিন, পাগলা স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল সৈয়দ রমিজ উদ্দিন মাস্টার, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট চবাব মিয়া।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন। সভা শেষে বিএনপি নেতাকর্মীদের নিয়ে শক্তিয়ারখলা বাজার মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।