জেলা যুবলীগ সদস্য শিমুল গ্রেফতার
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শাহনেওয়াজ বিশ্বাস শিমুল (৫২) নামক যুবলীগ সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল বিকাল ৩ টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন নুরনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শিমুল ডুমুরিয়া উপজেলার বাসিন্দা আ: মজিদ বিশ্বাসের ছেলে এবং খুলনা জেলা যুবলীগের সদস্য।
এ বিষয়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মো: তৈমুর ইসলাম জানিয়েছেন, শিমুল খুলনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবং সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের একান্ত সহযোগী। তিনি গোপনে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছিলেন।
তাছাড়া, শিমুলসহ অন্যান্য আসামীরা ২০২৪ সালের ২৭ জুলাই দেশীয় অস্ত্র নিয়ে খুলনা মহানগর বিএনপির তৎকালীন আহ্বায়ক, বর্তমান সভাপতি এ্যাড: শফিকুল আলম মনার বাড়িতে হামলা চালায়। শফিকুল আলম মনা বাড়িতে না থাকায় তারা হামলা চালায় তার শশুর বাড়িতে। এসময় ৯ লাখ টাকার ক্ষতি সাধন এবং হত্যার হুমকি প্রদান করা হয়।
এই ঘটনার পর গত বছর ১২ ডিসেম্বর খুলনা থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করা হয়, যেখানে শিমুলকে সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে খুলনা সহ অন্যান্য থানায় একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতার হওয়ার পর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।