সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান গ্রেফতার
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান (৪২) কে গ্রেফতার করা হয়েছে। গতকাল গভীর রাতে নগরীর খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, ২৯ আগস্ট দিঘলিয়া থানায় দায়েরকৃত একটি মামলায় গাজী জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। যৌথ বাহিনী গ্রেফতারকৃত আসামীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করার পর আজ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গাজী জিয়াউর রহমানের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগস :