চট্টগ্রামে সরকারি প্রকল্পে অনিয়ম: দুদকের ২ মামলা
চট্টগ্রামে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দুই প্রকল্পে প্রায় ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা করেছে। এই মামলা দুটি ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ দায়ের করা হয়। মামলায় গৃহায়ন কর্তৃপক্ষের চার প্রকৌশলীসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক ইমরান খান অপু বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, গৃহায়ন কর্তৃপক্ষের দুই প্রকল্পের মধ্যে একটিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম মাটি ভরাট করা হয়েছে, ফলে সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে। আরেকটি প্রকল্পে সরকারি আবাসন প্রকল্পের ফ্ল্যাট প্রদান সংক্রান্ত অনিয়মের মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে।
দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের মিরসরাইয়ের কিসমত জাফরাবাদ আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পে নির্ধারিত পরিমাণ মাটি ভরাটের চেয়ে কম ভরাট করে ৪৮ লাখ ৭৭ হাজার ৮৯৪ টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় গৃহায়ন কর্তৃপক্ষের তিন প্রকৌশলী ও এক ঠিকাদারকে আসামি করা হয়েছে।
এছাড়া, অন্য একটি ঘটনায় সরকারি ফ্ল্যাট জালিয়াতি করে ২১ লাখ ৬৮ হাজার ২৭২ টাকা আত্মসাৎ করার অভিযোগে গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল আলম এবং ফ্ল্যাট গ্রহীতা হাজী ছগীর আহমদ রানাকে আসামি করা হয়।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালক আতিকুল আলম বলেন, মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।