রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
রাজশাহীর দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ব্যক্তির নাম তাহাজ উদ্দিন (৪৬), তিনি ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া ওয়াজের মোড় গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাহাজ উদ্দিনের স্ত্রী প্রায় ৬ মাস আগে তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যান, ফলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একাকীত্ব এবং মানসিক সমস্যার কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি নিজের শয়ন কক্ষে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেন।
ঘটনা জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাহাজ উদ্দিনের আত্মহত্যার ঘটনা তার পরিবার এবং গ্রামবাসীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।