জয়পুরহাটে ৪ ইটভাটায় ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় অনুমোদনহীন চারটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার বেলআমলা, কুজিশহর ও খয়েরদাড়া এলাকায় মেসার্স বসুন্ধরা ব্রিকস, মেসার্স এইচ এম বি ব্রিকস এবং মেসার্স জেড এম বি ব্রিকস নামে তিনটি ইটভাটায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জয়পুরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।
অপরদিকে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধানগর এলাকায় অনুমোদনহীন মেসার্স নিপ্র ব্রিকস নামে একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে এসব জরিমানা করা হয়।