কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি ও শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে খানজাহানআলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন কর্তৃক অকথ্য ভাষায় গালিগালাজ এবং নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াতকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ, ৪ মার্চ, সকাল সাড়ে ১০ টায় কুয়েটের প্রধান ফটকের সামনে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কুয়েট কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন। মানববন্ধনে বক্তব্য রাখেন যোগিপোল ইউপি সদস্য জি এম এনামুল কবির, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সেলিম রেজা, মোহাম্মদ জয়নাল, রেজাউল ঢালী, ইমাম হোসেন রানা, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন থেকে বক্তারা দুই প্রকৌশলীকে হুমকি ও লাঞ্চিত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং এর জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন। এছাড়া, কুয়েট অফিসার অ্যাসোসিয়েশন আজ জরুরি কার্যনির্বাহী কমিটির মিটিং ডেকেছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ, কুয়েটের নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত ও মো: গোলাম কিবরিয়াকে খানজাহানআলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন। একই দিন বিকালে, নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াতকে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগও ওঠে। জানা যায়, মোল্লা সোহাগ হোসেন কুয়েটের একটি ঠিকাদারি কাজের দর নির্ধারণে ১০ শতাংশের বেশি প্রফিট যুক্ত করা না হওয়ার কারণে এই হুমকি ও শারীরিক আক্রমণের ঘটনা ঘটেছে।