গৃহবধূকে ব্ল্যাকমেইলের ঘটনায় ২ জন গ্রেফতার
গৃহবধূকে ব্ল্যাকমেইল করার ঘটনায় ফুলতলা থানার পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)। তারা গৃহবধূর পোশাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছিল।
গতকাল, ফুলতলা থানাধীন দামোদর গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত নাজমুল শেখ এবং ভিকটিমের মধ্যে পারিবারিক শত্রুতা রয়েছে। নাজমুল শেখ বিভিন্ন সময় গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম তার প্রস্তাবে রাজি না হলে, নাজমুল শেখ গোপনে তার গোসলের পর পোশাক পরিবর্তনের অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে। এরপর, সে ভিকটিমকে তার কুপ্রস্তাবে রাজি হওয়ার জন্য চাপ দেয় এবং অন্যথায় এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।