লাখাইয়ে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে নারী-পুরুষসহ আহত অর্ধশতাধিক
লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সিংহগ্রাম গ্রামের মৃত সামছুদ্দিন তালুকদারের পুত্র তৌহিদ মিয়া তালুকদারের সাথে একই গ্রামের আলতই মিয়ার পুত্র ইজিবাইক চালক আল আমিনের মধ্যে সোমবার (৩ মার্চ) বিকেলে বুল্লাবাজারে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এরই জেরে মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৭টায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন: নাজু মিয়া, রফিকুল, জিসান, উজ্জ্বল, লিটন, নাজির, সামায়ন, আলাই মিয়া, মোবারক মিয়া, জইন উদ্দিন, কামাল, লাল মিয়া, শাহিদ, শফি আলম, রাসেল, রুহুল আমীন, শাহানুর, জুনু মিয়া, আঃ রহমান, সুজন, রিংকু মিয়া, সমসু মিয়া, ধলাই মিয়া, তামিম, কালা মিয়া, সজল মিয়া, মুকতাদিরসহ আরও অনেকে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী জানান, সোমবার বিকেলে টমটম গাড়িকে কেন্দ্র করে বুল্লা বাজারে উভয় পক্ষের মধ্যে মারামারি হয় এবং এর জেরে মঙ্গলবার সকালে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও জানান, সংঘর্ষে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।
স্থানীয় প্রশাসন সংঘর্ষের কারণ তদন্ত করছে এবং পুনরাবৃত্তি এড়াতে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।