ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৩ বছর আগে বীমার মেয়াদ শেষ হলেও অফিসে ঘুরছেন গ্রাহকরা

মাধবপুরে মেয়াদ শেষেও বীমার টাকা পাচ্ছে না গ্রাহক

স্টাফ রিপোর্টার::

৩ বছর আগে বীমার মেয়াদ শেষ হলেও টাকা পেতে প্রতি মাসে তিন-চার বার করে অফিসে ঘুরছেন গ্রাহকরা। তারপরেও মিলছে না কাঙ্খিত সেই টাকা।উল্টো দেওয়া হচ্ছে বিভিন্ন হুমকিও-দমকিও।

আজ-কাল করতে করতে টাকা দিতে ৪ বছরেরও বেশি সময় পার করার অভিযোগ উঠেছে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স নামে বীমা কোম্পানির বিরুদ্ধে।

রবিবার (১৫ জুন) দুপুরে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ব্রাহ্মণবাড়িয়া শহরের কার্যালয়ে কয়েকজন গ্রাহক এমন অভিযোগ তোলেন।

ভুক্তভোগীরা হচ্ছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউপির উত্তরশিক গ্রামের মোঃ মারফত আলী-পলিসি নং-০০০১০২৫৪২৮৭৭, তানজিনা বেগম-পলিসি নং ০০০১০২৫৪২৭৭৯,সাজেদা বেগম -পলিসি নং ০১১৫৭১৭-২ ও মর্জিনা বেগম-পলিসি নং-০০৭৩৯৮২-৬ সহ আরো বেশ কয়েকজন।

তাদের অভিযোগ, মেয়াদের অতিরিক্ত ৩/৪ বছর অতিক্রম হওয়ার পরেও তাদের বীমা দাবীর টাকা পরিশোধ করা হচ্ছে না।ব্রাহ্মণবাড়িয়া অফিসের কর্মকর্তারা তাদের সাথে দুর্ব্যবহারও করছেন।টাকা পয়সা খরচ করে দূরবর্তী ব্রাহ্মণবাড়িয়া অফিসে বারবার গেলেও কোন ফল পাচ্ছে না তারা।১/২ জন কাউকে কাউকে টাকার চেক দিলেও তাদের কোম্পানির একাউন্টে ব্যালেন্স শূন্য থাকতে দেখা যায়। এতে চরম বিড়ম্বনায় পড়েছেন গ্রাহকরা।

ভুক্তভোগী মারফত আলী বলেন,আমি হতদরিদ্র একজন মানুষ,তিন বছর পার হয়ে গেলেও আমার টাকা দিচ্ছে না। দিবে দিবে বলে আমাকে ঘুরাচ্ছে।আমরা এর সঠিক তদন্ত ও বিচার চাই।

এ ব্যাপারে জানতে ফোন দেয়া হলে বীমা অফিসটির ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিসের একজন কর্মকর্তা জানান,টাকা দেওয়ার বিষয়টি হেড অফিসের সিদ্ধান্ত তাদের অফিস থেকে তাদের কিছু করার নেই।
সমস্যা সমাধানে বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০২:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
৫২০ বার পড়া হয়েছে

৩ বছর আগে বীমার মেয়াদ শেষ হলেও অফিসে ঘুরছেন গ্রাহকরা

মাধবপুরে মেয়াদ শেষেও বীমার টাকা পাচ্ছে না গ্রাহক

আপডেট সময় ০২:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

৩ বছর আগে বীমার মেয়াদ শেষ হলেও টাকা পেতে প্রতি মাসে তিন-চার বার করে অফিসে ঘুরছেন গ্রাহকরা। তারপরেও মিলছে না কাঙ্খিত সেই টাকা।উল্টো দেওয়া হচ্ছে বিভিন্ন হুমকিও-দমকিও।

আজ-কাল করতে করতে টাকা দিতে ৪ বছরেরও বেশি সময় পার করার অভিযোগ উঠেছে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স নামে বীমা কোম্পানির বিরুদ্ধে।

রবিবার (১৫ জুন) দুপুরে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ব্রাহ্মণবাড়িয়া শহরের কার্যালয়ে কয়েকজন গ্রাহক এমন অভিযোগ তোলেন।

ভুক্তভোগীরা হচ্ছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউপির উত্তরশিক গ্রামের মোঃ মারফত আলী-পলিসি নং-০০০১০২৫৪২৮৭৭, তানজিনা বেগম-পলিসি নং ০০০১০২৫৪২৭৭৯,সাজেদা বেগম -পলিসি নং ০১১৫৭১৭-২ ও মর্জিনা বেগম-পলিসি নং-০০৭৩৯৮২-৬ সহ আরো বেশ কয়েকজন।

তাদের অভিযোগ, মেয়াদের অতিরিক্ত ৩/৪ বছর অতিক্রম হওয়ার পরেও তাদের বীমা দাবীর টাকা পরিশোধ করা হচ্ছে না।ব্রাহ্মণবাড়িয়া অফিসের কর্মকর্তারা তাদের সাথে দুর্ব্যবহারও করছেন।টাকা পয়সা খরচ করে দূরবর্তী ব্রাহ্মণবাড়িয়া অফিসে বারবার গেলেও কোন ফল পাচ্ছে না তারা।১/২ জন কাউকে কাউকে টাকার চেক দিলেও তাদের কোম্পানির একাউন্টে ব্যালেন্স শূন্য থাকতে দেখা যায়। এতে চরম বিড়ম্বনায় পড়েছেন গ্রাহকরা।

ভুক্তভোগী মারফত আলী বলেন,আমি হতদরিদ্র একজন মানুষ,তিন বছর পার হয়ে গেলেও আমার টাকা দিচ্ছে না। দিবে দিবে বলে আমাকে ঘুরাচ্ছে।আমরা এর সঠিক তদন্ত ও বিচার চাই।

এ ব্যাপারে জানতে ফোন দেয়া হলে বীমা অফিসটির ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিসের একজন কর্মকর্তা জানান,টাকা দেওয়ার বিষয়টি হেড অফিসের সিদ্ধান্ত তাদের অফিস থেকে তাদের কিছু করার নেই।
সমস্যা সমাধানে বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।