বকশীগঞ্জে বাবুল চিশতি শিল্প পার্কে চুরি, আটক ১
জামালপুরের বকশীগঞ্জে বাবুল চিশতি শিল্প পার্কে মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার সকালে পৌর শহরের চাউকাউরিয়া পশ্চিম পাড়ায় অবস্থিত বাবুল চিশতি শিল্প পার্কে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে শিল্প পার্কের প্রতিষ্ঠাতা মাহবুবুল হক বাবুল চিশতি দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর থেকে পার্কের ভেতরে একের পর এক চুরির ঘটনা ঘটছে। রাতের আঁধারে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল চুরি হয়ে যাচ্ছে।
সোমবার সকালে কিছু মালামাল চুরি করে স্থানীয় একটি পুকুরে ফেলে দেওয়ার সময় এলাকাবাসী সাজু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ পুকুর থেকে চোরাই মালামাল উদ্ধার করে এবং আটককৃত সাজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, বাবুল চিশতি শিল্প পার্কে চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।