রাউজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ৫ ব্যবসায়ীকে জরিমানা
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। ২ মার্চ রবিবার বিকালে রাউজান সদরের ফকিরহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময়, ব্যবসায়ীরা দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না রাখা এবং মেয়াদউত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের জন্য ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানে রাউজান থানার এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপত্তা খাদ্য পরিদর্শক আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা জানান, “পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু মজুতদার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।”
ট্যাগস :