মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সকল প্রকার বেহপানা বন্ধ রাখার দাবিতে তালা উপজেলা জামায়াতের উদ্যোগে স্বাগত র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন তালা উপজেলা জামায়াত ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালা উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে এক পথ সভায় পরিণত হয়।
পথসভার সঞ্চালনা করেন উপজেলা কর্মপরিষদের সদস্য মাওঃ কবিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের আমির মফিদুল্লাহ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম কাটি ইউপি সদস্য ও উপজেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক গোলাম ফারুক।
এসময় উপস্থিত ছিলেন তালা সদর জামায়াতের সাবেক আমির এ্যাড. মশিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যাপক আয়ুব হোসেন, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাসানুল বান্না, তালা সদর ইউনিয়নের জামায়াতের আমির মোঃ মজিবুর রহমান মোড়লসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তৃতায় বলেন, “আমরা সকলে মুসলিম, আমাদের সকলের দায়িত্ব রমজানের পবিত্রতা রক্ষা করা। এই পবিত্র মাসে আমাদের অবশ্যই পবিত্রতা বজায় রাখতে হবে।” এছাড়া বক্তারা তালা উপজেলা সকল হাটবাজারে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আহ্বান জানান যে, রমজানের পবিত্রতা রক্ষা করতে খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্টসহ সকল ব্যবসায়ীকে সচেতন হতে হবে।
উল্লেখ্য, র্যালি ও পথসভাটি রমজান মাসের পবিত্রতা রক্ষায় একযোগে কাজ করার এবং তালা উপজেলা এলাকায় ব্যবসায়ীদের সহায়তা নিশ্চিত করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।