জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, বাসে আগুন
জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন যাত্রী আহত হন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
রোববার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শরিফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চারজন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।