রাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রীদের জন্য ইফতারের ব্যবস্থা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের জন্যও মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় মসজিদের মুসল্লীদের জন্য ইফতার আয়োজনে ছাত্রীদের জন্যও ব্যবস্থা করা হয়েছে। ছাত্রীদের জন্য কেন্দ্রীয় মসজিদের পূর্ব ও পশ্চিম গেটের মধ্যবর্তী খালি জায়গায় প্যান্ডেল স্থাপন করা হবে। ছাত্রীরা পশ্চিম গেট দিয়ে প্রবেশ ও বের হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “ছাত্রীরা অজু করে মসজিদে আসবে, ইফতার খেয়ে জামায়াতে মাগরিব নামাজ আদায় করে প্যান্ডেল ত্যাগ করবে।”
শিক্ষার্থীদের অনেকেই এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। আইন বিভাগের শিক্ষার্থী পলাশ মিয়া বলেন, “হলে থাকা শিক্ষার্থীদের জন্য এটি অনেক সুবিধাজনক। বিশেষ করে যারা দূর-দূরান্ত থেকে এসেছে, তাদের জন্য ক্যাম্পাসেই ইফতারের ব্যবস্থা থাকা স্বস্তিদায়ক।”
আরেক শিক্ষার্থী রাকিব হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। অনেক সময় হলে বা ক্যাম্পাসের আশপাশে ভালো ইফতারের ব্যবস্থা পাওয়া কঠিন হয়। এখানে একসঙ্গে বসে ইফতার করা সত্যিই অন্যরকম অনুভূতি দেবে।”
এম বাপ্পি নামের এক শিক্ষার্থী বলেন, “এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে অন্যান্য ধর্মাবলম্বীদের আয়োজনেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশা করছি। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।”