বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-২
বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ভোজপাতিয়া ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মোঃ ইমন শেখের পিতা—বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ভোজপাতিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও বর্তমান মৎস্যজীবী দলের সভাপতি, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ সোলায়মান শেখ এবং ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ আল-ইমরান শেখের উপর পরিকল্পিত হামলা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮:৩০ মিনিটে মোঃ ঘোড়া আলম (৪২), সিট মরিজ ইসমাইল (৫০) সহ প্রিন্স বাহিনীর ১৮-২০ জন সদস্য তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা দোকানে ঢুকে সোলাইমান, আল-ইমরান, সোহাগ ও আসিকের উপর রামদা দিয়ে আঘাত করে এবং ২২ হাজার টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নেয়।
সন্ত্রাসী দলে অন্তর্ভুক্ত ছিলো সওকাত (৪৯), শরিফুল (৪০), ফারুক (৫০), বাইজিত (২৯), মারুফ (৩৬), মোতালেব (২৮), জিল্লু (৪৮), আলি আজম (৩৬) ও লেকওয়াত (৫৮)।
উক্ত ঘটনার সত্যতা জানতে চাইলে রামপাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ওহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং সন্ত্রাসী প্রিন্স বাহিনী এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন শেখও প্রিন্স বাহিনীর নৈরাজ্যের অভিযোগ করেন।
কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
অভিযোগের বিষয়ে প্রিন্সের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রামপাল উপজেলা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।